• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

চুরির অপবাদে বয়োজ্যৈষ্ঠ্য ব্যবসায়ীকে বেধরক মারধর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম
চুরির অপবাদে বয়োজ্যৈষ্ঠ্য ব্যবসায়ীকে বেধরক মারধর

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে জুম্মন মিয়া (৫৫) নামে এক বয়োজেষ্ঠ্য সবজি ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে বেধরক মারধোরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ জুন) বেলা ১২ টা দিকে জেলা শহরের জেলখানা মোড়স্থ মা ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক নামে একটি দোকান থেকে ইলেক্ট্রিকের তার চুরির অভিযোগ দিয়ে তাকে মারধোর করা হয় বলে জানা যায়। 

জুম্মন মিয়া নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার কালীবাড়ী এলাকার বাদশাহ মিয়ার ছেলে। নরসিংদী থেকে সবজি নিয়ে গাউসিয়া আড়াইহাজারে বিক্রি করেন বলে জানায় সে। অপরদিকে জেলাখানা মোড়স্থ ডিসি রোডের জিন্নাহ ফকিরের মার্কেটে মা ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক  মালিকা দীলিপ কুমার।

ভুক্তভোগী জুম্মন মিয়া জানায়,  ইলেক্ট্রিকের কিছু মালামাল ক্রয় করতে তিনি জেলথানা মোড়ে মা ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক আসে। এসময় কিছু মালপত্র নিয়ে তার দামদর ঠিক করতে দোকানদারকে বললে। তারা যে দাম আমাকে বলে তাতে মনে হয়েছে তারা বেশী চেয়েছে তাই আমি অন্য একটি দোকানে দেখার কথা বললে তারা আমাকে তার চুরি অপবাদ দিয়ে আমি কিছু বুঝে উঠার আগেই এলোপাথাড়ি মারতে থাকে। এসময় আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করায় আমি প্রাণে রক্ষা পাই।  আমার একটাই প্রশ্ন আমাকে দেখে কি চোর মনে হয়? আর এ বয়সে কি চুরি করা মানায়? আমি আপনাদের মাধ্যমে এঘটনার সুষ্ঠু বিচার প্রার্থণা করছি।

এঘটনায় মা ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিকে দোকানে গিয়ে দোকান মালিক দীলিপ কুমারকে পাওয়া যায়নি। পরে তার দোকানের কের্মচারীর কাছ থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে একাধিকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ